সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মালদ্বীপবিরোধী মোদি ভারতবিরোধী মালদ্বীপ

মালদ্বীপবিরোধী মোদি ভারতবিরোধী মালদ্বীপ

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ‘বয়কট মালদ্বীপ’ ট্রেন্ড। মোদি ও ভারতবিরোধী কথা মালদ্বীপের নেতা-মন্ত্রীদের মুখে। সম্প্রতি মোদি লাক্ষাদ্বীপ সফরে গিয়ে কিছু ছবি শেয়ার করে সেখানে সবাইকে বেড়াতে যেতে আহ্বান জানিয়েছেন। মনে করা হচ্ছে মোদির আবেদনে সাড়া দিয়ে প্রচুর মানুষ যদি লাক্ষাদ্বীপে ঘুরতে যান ও সেখানে মালদ্বীপের মতো সুযোগ-সুবিধা পান, তাহলে ভাটা পড়তে পারে মালদ্বীপের পর্যটন শিল্পে। এ আশঙ্কাতেই তেলেবেগুনে জ্বলছে মালদ্বীপ। সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোমাঞ্চকর জীবনের একটা দিক ধরা পড়ল। অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই সমুদ্রের বুকে অ্যাডভেঞ্চারে নামেন প্রধানমন্ত্রী মোদি। সেই অসামান্য ছবি শেয়ার করেন তিনি। আর সেই ছবি দেখে স্বপ্নের যাত্রার তালিকায় লাক্ষাদ্বীপের নাম যুক্ত হয়ে গেছে ভারতীয়দের। ছবি দিয়ে মোদি লেখেন, তিনি লাক্ষাদ্বীপে ‘স্নোকেলিং’ করেছেন। সঙ্গে তিনি লেখেন, ‘যারা নিজেদের মধ্যে থাকা অ্যাডভেঞ্চারের সত্তাকে উপভোগ করতে চান, তাদের পছন্দের তালিকায় অবশ্যই লাক্ষাদ্বীপ থাকা উচিত। আমি যখন ছিলাম, তখন আমিও স্নোকেলিং করেছিলাম। কী অসামান্য অভিজ্ঞতা ছিল।’ এরপর তিনি আহ্বান জানিয়েছেন, প্রত্যেক ভারতীয়কে একবার অন্তত এই জায়গাটি ঘুরে দেখার। এরপরেই কার্যত ভারতবিরোধী মন্তব্য করতে থাকেন মালদ্বীপের নেতা-মন্ত্রীরা। বিশ্লেষকরা বলেছেন, হয়তো পর্যটক হারানোর ভয়ের আশঙ্কায় এমন আচরণ তারা।

মোদিকে নিশানা করে বিদ্বেষমূলক কটাক্ষ করেছেন মালদ্বীপের নেতা-মন্ত্রীরা। ভারতীয়দের কার্যত ‘নোংরা’ আখ্যা দিয়েছেন।

সর্বশেষ খবর