সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইউক্রেনে আঘাত হানল রুশ এস-৩০০, নিহত ১১

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাশকিন এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক শহরে আঘাত হানে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, রাশিয়া জনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। দোনেৎস্ক শহরের প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত পোকরোভস্কে, যুদ্ধ শুরুর আগে জনসংখ্যা ছিল প্রায় ৬০ হাজার। গত বছরের আগস্টে সেখানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে নয়জনের মৃত্যু হয়। ভাদিম ফিলাশকিন বলেন, ‘শত্রুরা বেসামরিক নাগরিকদের ওপর নিষ্ঠুরভাবে হামলা করছে এবং দুর্দশা নিয়ে আসার চেষ্টা করছে।’ এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনীয় কর্মকর্তাদের প্রকাশিত ছবিতে উদ্ধারকর্মীদের একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান চালাতে দেখা গেছে। এ ছাড়াও একটি পুড়ে যাওয়া গাড়িও দেখা গেছে। তবে এখন পর্যন্ত শনিবারের হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া।

সর্বশেষ খবর