মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পাকিস্তানে বোমা হামলায় পোলিও সুরক্ষা দলের পাঁচ পুলিশ নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল এক বোমা হামলায় পুলিশের অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন। পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তায় তারা নিযুক্ত ছিলেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। যে স্থানে পুলিশ দলকে লক্ষ্যবস্তু করা হয়েছে সেটি বাজাউরের মামুন্দ এলাকা এবং এ এলাকাটি আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান শাসন ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে আফগানিস্তানের সঙ্গে এ সীমান্তে হামলা বেড়েছে।

গতকালের বিস্ফোরণে ২০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বাজাউর জেলার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আনোয়ার-উল-হক জানান, পুলিশের একটি ট্রাককে নিশানা করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে এ হামলা চালানো হয়। ট্রাকটিতে পুলিশের প্রায় ২৫ জন সদস্য ছিলেন। তারা পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তাসহ এ-সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন।

কোনো সন্ত্রাসী সংগঠন এখনো এ হামলার দায় স্বীকার করেনি, তবে এর আগেও পাকিস্তানি তালেবান পোলিও টিকাদান অভিযানে কয়েকটি হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক ঘটনায়ও পাকিস্তান তালেবানের যোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

সর্বশেষ খবর