মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইসরায়েলের হামলায় এবার হিজবুল্লাহর কমান্ডার নিহত

ইসরায়েলের হামলায় এবার হিজবুল্লাহর কমান্ডার নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সের একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। নিহত কমান্ডারের নাম উইসাম আল-তাউইল। তিনি রাদওয়ান ফোর্সের একটি ইউনিটের উপপ্রধান ছিলেন। লেবাননের গ্রাম মাজদাল সেলমে গাড়িতে যাওয়ার সময় ইসরায়েল তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। হামলায় উইসাম আল-তাউইল এবং আরেকজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন। একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘এটা খুবই বেদনাদায়ক হামলা। এখন আগুন জ্বলে উঠবে।’ মাত্র ছয়দিন আগে লেবাননের বৈরুত উপকণ্ঠে হামাসের একটি কার্যালয়ে ড্রোন হামলা চালিয়ে গাজার সশস্ত্র সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরৌরিসহ চারজনকে হত্যা করে ইসরায়েল। গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে লেবানন সীমান্তে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজব্ল্লুাহর গোলা বিনিময় চলছে। ইসরায়েলের হামলায় লেবাননে ১৩০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। আরও ১৯ জন নিহত হয়েছেন প্রতিবেশী দেশ সিরিয়ায় ইসরায়েলের হামলায়।

হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ গত সপ্তাহে টেলিভিশনে প্রচারিত দুটি ভাষণে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, লেবাননের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধে না জড়াতে।

 

 

সর্বশেষ খবর