রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১০

চীনের পিংডিংশান শহরের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ১০ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল এই দুর্ঘটনায় ছয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

দুর্ঘটনার কারণ জানিয়ে পিংডিংশানের জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলেছে, শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটে খনিতে কয়লা ও গ্যাস বিস্ফোরণের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এটি চীনের পিংডিংশান তিয়ানান কয়লা খনির মালিকানাধীন একটি খনি।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, খনি ধসের সময় মোট ৪২৫ শ্রমিক কাজ করছিলেন। ঘটনার জবাবদিহিতার কথা বলে জরুরি ব্যবস্থাপনা সংস্থাটি বলেছে, খনিতে বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে জানা গেছে, ২০২২ সালে মোট ১৬৪টি দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় ২৪৫ জন প্রাণ হারিয়েছেন। শুধু তাই নয়, গত মাসে উত্তরপূর্ব হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরে খনি দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন।

জানা গেছে, নভেম্বরে একই প্রদেশে আরেকটি কয়লা খনি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে আরেকটি কয়লা খনিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

 

 

সর্বশেষ খবর