রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র চেয়ারপারসন হলেন খড়গে

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে দেশটির বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্সেরও (ইন্ডিয়া) চেয়ারপারসন মনোনীতি হয়েছেন। চলতি বছর লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে ভোটের লড়াইয়ে তিনিই ‘ইন্ডিয়া’কে নেতৃত্ব দেবেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জোটের শরিক দলগুলোর আসন ভাগাভাগি সংক্রান্ত সিদ্ধান্তও শিগগিরই নেওয়া হবে। এনডিটিভি।

জোটের এক নেতা এনডিটিভিকে বলেন, এতদিন পর্যন্ত আমাদের ধারণা ছিল, বিহারের মুখ্যমন্ত্রী এবং ভারতের অন্যতম আঞ্চলিক রাজনৈতিক দল জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) শীর্ষ নেতা নীতিশ কুমার হবেন ‘ইন্ডিয়া’ জোটের চেয়ারপারসন। তবে শনিবার জোটের এক বৈঠকে তিনি বলেন, ইন্ডিয়ার চেয়ারপারসন পদে কংগ্রেসের কোনো নেতার আসীন হওয়া উচিত। তারপর সর্বসম্মতিক্রমে মল্লিকার্জুন খড়গেকে জোটের সভাপতির জন্য মনোনীত করা হয়। তিনিও তাতে সম্মতি জানিয়েছেন।’ এ জোটের মধ্যে অন্তত ২৬টি রাজনৈতিক দল রয়েছে।

 

 

সর্বশেষ খবর