শিরোনাম
সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

চীনের অপছন্দের ব্যক্তি তাইওয়ানের প্রেসিডেন্ট; এর পর কী হবে?

চীনের অপছন্দের ব্যক্তি তাইওয়ানের প্রেসিডেন্ট; এর পর কী হবে?

উইলিয়াম লাই চিং

চীন তাইওয়ানকে নিজের ভূখন্ডের অংশ মনে করে এবং তাইওয়ান বিষয়ে চীনের এ দাবি নতুন কিছু নয়। বরং চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এ একত্রীকরণের বিষয়টিকে একটি লক্ষ্যে পরিণত করেছেন। যদিও এ হুমকি বিগত বছরগুলোতে খুব একটা কাজে আসেনি। এ অবস্থায় তাইওয়ানবাসী তাদের নেতা বেছে নিয়েছে। তিনি হচ্ছেন উইলিয়াম লাই চিং। কিন্তু চীনের সর্বদা অপছন্দের লোক উইলিয়াম লাই চিং। বেইজিংয়ের দৃষ্টিতে তিনি একজন ট্রাবলমেকার বা সমস্যা সৃষ্টিকারী এবং বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী।

শনিবার উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় তাইওয়ানের লাখ লাখ মানুষ ভোট কেন্দ্রে গেছেন। কিন্তু চীন অঞ্চলটির মানুষকে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রগেসিভ পার্টি বা ডিপিপিকে ভোট না দিতে বারবার হুমকি দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তাইওয়ানের মানুষ সেই হুমকিকে আমলে নেয়নি। লাই ও তার রানিং মেট সিয়াও বি-খিম দুজনই বেইজিংয়ের কাছে খুবই অপছন্দের ও অবিশ্বস্ত। তাদের দুজনের মূল চীনা ভূখন্ড ও হংকং ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে চীন। এ অবস্থায় শিগগিরই হয়ত চীন অর্থনৈতিক ও কূটনৈতিক চাপও বাড়াতে পারে।

সর্বশেষ খবর