বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
আইওয়াতে বিপর্যয়

প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে বিদায় নিলেন বিবেক, সমর্থন ট্রাম্পকে

প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে বিদায় নিলেন বিবেক, সমর্থন ট্রাম্পকে

বিবেক রামাস্বামী

আইওয়াতে বিপর্যয়, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে বিদায় নিলেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী। সমর্থন জানালেন ট্রাম্পকে।

মার্কিন প্রেসিডেন্ট পদের দৌড়ে তিনি নিজের প্রার্থীপদ পেশ করতেই জল্পনা ছিল কমলা হ্যারিসের পর তাহলে কি আমেরিকা প্রেসিডেন্টও ভারতীয় বংশোদ্ভূতই কাউকে পেতে চলেছে? এ অবস্থায় আইওয়াতে রিপাবলিকানদের মধ্য থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাই ঘিরে শুরু হয় ককাস। সেই আইওয়া প্রাইমারিতে ফলাফল স্পষ্ট হতেই এবার প্রেসিডেন্ট পদের দৌড় থেকে সরে দাঁড়ালেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক রামাস্বামী।

আইওয়ার ভোটে প্রথম থেকেই দাপট ধরে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে রামাস্বামীর বিরুদ্ধে একাধিক দাপুটে প্রার্থী ছিলেন। এই ভোট অঙ্কের পরই শিল্পোদ্যোগী তথা রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক রামস্বামী বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলাম, তাঁর জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানাতে। আর এক ধাপ এগিয়ে তিনিই পেতে চলেছেন আমার সম্পূর্ণ সমর্থন।’

 

সর্বশেষ খবর