বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কৃষকদের বিক্ষোভে অচল বার্লিন, রাস্তা জুড়ে শুধুই ট্রাক্টর

কৃষকদের বিক্ষোভে অচল বার্লিন, রাস্তা জুড়ে শুধুই ট্রাক্টর

জার্মানিতে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কৃষকরা শত শত ট্রাক্টর রাস্তায় নামিয়ে বিক্ষোভ করেন -এএফপি

ট্রাক্টর নিয়ে কৃষকদের বিক্ষোভে বিপর্যস্ত বার্লিনের জনজীবন। হাজার হাজার জার্মান কৃষক, ট্রাকচালক এবং কৃষিশ্রমিক ট্রাক্টর ও ভারী যন্ত্রপাতিসহ বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের সামনে বিক্ষোভ শুরু করেছেন। ডিজেলের ওপর থেকে কর ছাড় তুলে নেওয়ায় কৃষকদের এ বিক্ষোভ। অন্তত ৩ হাজার ট্রাক্টর এ বিক্ষোভে যোগ দিয়েছে। ফলে শহরের সব রাস্তা প্রায় অবরুদ্ধ। সম্প্রতি কৃষিতে ভর্তুকি তুলে নেওয়ার পরিবকল্পনার কথা জানান চ্যান্সেলর ওলাফ শলৎস। এতেই ক্ষেপে গেছেন কৃষকরা। এ পরিকল্পনার বিরুদ্ধে প্রায় ১০ হাজার লোক আন্দোলনে যোগ দিয়েছেন। পুলিশের ধারণা, আরও বেশি কৃষক বিক্ষোভে অংশ নিতে পারেন। পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর