বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইয়েমেনে আক্রমণ করে হুতিকেই জায়গা করে দিল যুক্তরাষ্ট্র

গাজা-ইসরায়েল যুদ্ধের মধ্যেই নতুন করে সামনে চলে এলো হুতি বিদ্রোহীরা। বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করছেন, হুতিরা চেয়েছিল আমেরিকা-ইসরায়েলের মতো শক্তি তাদের আক্রমণ করুক। তাহলেই তাদের শক্তি সম্পর্কে সবাই টের পাবে।

বিশেষজ্ঞদের ওই অংশটি মনে করছেন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে যেভাবে ইয়েমেনে আক্রমণ চালিয়েছে, তাতে লাভ হচ্ছে হুতিদেরই। ইরানের মদদপুষ্ট এ বিদ্রোহীরা দেশের মানুষকে অনেক দিন ধরেই বোঝানোর চেষ্টা করছে যে, তারা আমেরিকা, ইসরায়েলের মতো শক্তিগুলোর সঙ্গে লড়াই চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সরাসরি আক্রমণ তাতেই সিলমোহর লাগিয়ে দিল। ওয়াশিংটন ইনফরমেশন রিসার্চ সেন্টার ফর ইয়েমেনের সাবেক ডিরেক্টর হিশাম-আল-ওমেইসি ডয়চে ভেলেকে বলেছেন, ‘আট বছর ধরে হুতি বিদ্রোহীরা তাদের বন্ধুদের বলার চেষ্টা করছে যে, তারা আমেরিকার সঙ্গে লড়াই করছে। ফলে আমেরিকার আক্রমণ তাদের এ দাবিকে জিতিয়ে দিল।’ ২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। সৌদি আরবের মদদপুষ্ট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ইরানের মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা। দীর্ঘ লড়াইয়ের পর দেশের উত্তর এবং পশ্চিম প্রান্ত এখন হুতিদের দখলে। অর্থাৎ ইয়েমেন থেকে লোহিত সাগরে ঢোকার যে রাস্তা, তা এখন হুতিদের হাতে। অন্যদিকে দক্ষিণ ইয়েমেন সৌদি আরবের মদদপুষ্ট সরকারের হাতে। আন্তর্জাতিকভাবে এ সরকারই ইয়েমেনে স্বীকৃত। দেশের পূর্বভাগ জনজাতির হাতে। এ অবস্থায় নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার সুযোগ খুঁজছিল তারা। যেহেতু লোহিত সাগরের রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ, তাই এ রাস্তাতেই আক্রমণের সিদ্ধান্ত নেয় হুতিরা।

সর্বশেষ খবর