শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আরব সাগরে ভারতীয় বাণিজ্যিক জাহাজে হুতিদের ড্রোন হামলা

আরব সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা থামছে না। আবারও এডেন উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। কিন্তু ভারতীয় নৌবাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং জাহাজে থাকা সব ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেয়। যে জাহাজে ড্রোন হামলা হয়েছিল তাতে মার্সান দ্বীপের পতাকা ছিল। ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, বুধবার গভীর রাতে এই হামলা চালানো হয়। জাহাজটিতে ৯ ভারতীয়সহ মোট ২২ জন ক্রু সদস্য ছিলেন। এই হামলায় কোনো ক্রু সদস্যের ক্ষতি হয়নি।

আইএনএস বিশাখাপত্তনমে নিযুক্ত ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা জাহাজটিকে উদ্ধার করে নিরাপদ ঘোষণা করেছেন। নৌবাহিনী জানিয়েছে, এ ধরনের অভিযানে কাজ করার জন্য ইওডি নামে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ইওডি দলকে বিস্ফোরক পরিচালনা এবং অবিস্ফোরিত অস্ত্র ধ্বংস করার প্রশিক্ষণ দেওয়া হয়।

সর্বশেষ খবর