শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রকাশ্যে বিরোধিতা নেতানিয়াহুর

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রকাশ্যে বিরোধিতা নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় তার কোনো সমর্থন থাকবে না। এ কথা তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছেন। নেতানিয়াহু বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গাজা অভিযান ‘আরও কয়েকমাস’ চলতে পারে বলে ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ বিজয়- হামাসের ধ্বংস এবং অবশিষ্ট জিম্মিরা ফেরত না আসা পর্যন্ত তা (অভিযান) চলবে।’

হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখন্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইসরায়েলের অভিযানে এ পর্যন্ত ২৫ হাজার ফিলিস্তিনি নিহত এবং সেখানকার ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।

গত বছর ৭ অক্টোবর ফিলিস্তিনিদের স্বাধীনতার সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এর প্রতিশোধ নিতে প্রায় চার মাস ধরে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় লাগাম টানতে এবং গাজায় হত্যাযজ্ঞ বন্ধে আলোচনা চালিয়ে যেতে আন্তর্জাতিক অঙ্গনে বেশ চাপের মুখে রয়েছে নেতানিয়াহু প্রশাসন।

যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের অনেক মিত্র বহুল আলোচিত ‘দুই রাষ্ট্রভিত্তিক’ সমাধানের কৌশলের কথা বলছে। এর অর্থ ভবিষ্যতে ইসরায়েলের পাশে পৃথক ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ওই অঞ্চলে টেকসই শান্তি বজায় রাখা।

সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, জর্ডান নদীর পশ্চিম তীরের সম্পূর্ণ ভূখন্ডের নিরাপত্তা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় ইসরায়েল। এ ভূখন্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়ে থাকে। নেতানিয়াহু আরও বলেন, এটা খুবই প্রয়োজনীয় একটা শর্ত এবং এটা সার্বভৌমত্বের (ফিলিস্তিনের) ধারণার সঙ্গে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, ‘কী করার আছে? আমাদের আমেরিকান বন্ধুদের আমি এ সত্যটা বলেছি। সেই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার জন্য ক্ষতির কারণ হবে, এমন বাস্তবতা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাও বন্ধ করে দিয়েছি।’

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্য স্থিতিশীল হবে না : ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে না বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ। ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করার পরই বৃহস্পতিবার তার এমন মন্তব্য এসেছে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নাবিল আবু রুদেইনেহ বৃহস্পতিবার বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের জন্য পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রয়োজন। নাবিল আবু রুদেইনেহর মন্তব্যের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, গাজায় ইসরায়েলি অভিযান শেষ হওয়ার পর সেখানে ফিলিস্তিন রাষ্ট্্র প্রতিষ্ঠার যে কোনো পদক্ষেপের বিরোধিতা করেন তিনি। নেতানিয়াহুর  মন্তব্যের প্রতিক্রিয়ায় আবু রুদেইনেহ বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণ ও তাদের বৈধ অধিকারের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বাহিনীর আগ্রাসি নীতি পুরো অঞ্চলটিকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।’ বিবিসি, আনাদোলু এজেন্সি

 

 

সর্বশেষ খবর