শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পাকিস্তানকে ফের ইরানের হুঁশিয়ারি

আপাতত ইরান ও পাকিস্তান উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দুই দেশের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান কর্তৃপক্ষ পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছে ইরানের সীমান্তে পাকিস্তানের হামলা অগ্রহণযোগ্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের সীমান্তের অখ তা একটি চূড়ান্ত সীমা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘দেশের জনগণের নিরাপত্তা ও সীমান্তের অখ তা ইরানের চূড়ান্ত সীমা হিসেবে বিবেচনা করা হয়। ইরান প্রত্যাশা করে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ প্রতিবেশী পাকিস্তান তার এ অঙ্গীকার জোরালোভাবে মেনে চলবে যে পাকিস্তানের মাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের ঘাঁটি তৈরি ও দলবদ্ধ হওয়া তারা প্রতিরোধ করবে।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসীদের অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র চালানো হয় সন্ত্রাসী হামলা প্রতিরোধের লক্ষ্যে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সদস্যরা একটি সন্ত্রাসী গোষ্ঠীকে হামলা চালানোর উদ্দেশ্যে ইরানের সীমান্তে প্রবেশের চেষ্টা করতে দেখার পর ওই হামলা চালানো হয়।

 

সর্বশেষ খবর