শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
বিলকিস ধর্ষণ মামলা

অভিযুক্তদের কালকের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

অভিযুক্তদের কালকের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

বিলকিস বানু

ভারতে অন্যতম আলোচিত বিলকিস বানু গণধর্ষণ মামলায় অভিযুক্তদের আগামীকালের মধ্যে আত্মসমর্পণ করতে হবে জেল কর্তৃপক্ষের কাছে। গতকাল এমনই নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ওই মামলায় মোট অভিযুক্ত ১১ জন। এর মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের জন্য সময় বাড়ানোর জন্য বিভিন্ন কারণ দেখিয়ে আবেদন জানিয়েছিল কয়েকজন অভিযুক্ত। জানানো হয়েছিল, ঘরোয়া দায়িত্ব, ছেলের বিয়ে এবং শীতকালীন ফসলের খেয়াল রাখার জন্য আত্মসমর্পণের সময় বাড়ানো হোক। সেই আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।

ওই ১১ জন অপরাধীকে গুজরাট সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেই রাজ্যের কারাগার থেকে ২০২২ সালের ১৪ আগস্ট মুক্তি দেওয়া হয়। গুজরাট সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। বিলকিস বানুও মামলা করে জানিয়েছিলেন, মুক্তির খবর তাকে পর্যন্ত দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট সেই মামলার রায় দেন ৮ জানুয়ারি। তাতে বলা হয়েছিল, মুক্তিদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতাই গুজরাট সরকারের নেই। কারণ, মামলার বিচার হয়েছিল মহারাষ্ট্রে। মহারাষ্ট্র সরকারই সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত। রাজ্য সরকারকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট এ কথাও বলেছিলেন, মুক্তির আবেদনে তথ্য গোপন করা হয়েছিল। অপরাধীদের আত্মসমর্পণের জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছিল। ২১ জানুয়ারি, রবিবার সেই সময়সীমা শেষ হবে। সেই দিনের মধ্যেই অপরাধীদের জেলে যেতে   হবে। ২০০২ সালে গোধরা দাঙ্গার  সময় ২১ বছর বয়সী বিসকিস বানু  ওই ১১ জনের ধর্ষণের শিকার  হন। তখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই অপরাধীরা বিলকিসের শিশুকন্যাসহ তার পরিবারের সাতজনকে হত্যাও করেন।

সর্বশেষ খবর