শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গাজার বিশ্ববিদ্যালয় মাটিতে মিশিয়ে দিল ইসরায়েল

গাজার বিশ্ববিদ্যালয় মাটিতে মিশিয়ে দিল ইসরায়েল

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পর দাউ দাউ করে জ্বলছে গাজার ইসরা বিশ্ববিদ্যালয় -এএফপি

গাজায় হামলা চালিয়ে একটি বিশ্ববিদ্যালয়কে মাটিতে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। ওই বিশ্ববিদ্যালয়টির নাম ইসরা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির ফেসবুক পেজে এ হামলার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভাইরাল হওয়া সেই ভিডিও প্রসঙ্গে ইসরায়েলের কাছে ব্যাখ্যা চেয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এ হামলা প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র ডেভিড মিলার। প্রকাশ হওয়া ভিডিওটিতে দেখা গেছে, একটি বহুতলের ওপর হামলা চালানো হচ্ছে। হামলার আগে ড্রোনের মাধ্যমে সেটির ভিডিও করা হয়। তার পরই বিশাল একটা আগুনের গোলা উঠতে দেখা যায়। মুহূর্তে দাউ দাউ করে আগুল জ্বলে ওঠে। এ খবর দিয়ে মিডল ইস্ট মনিটর। গাজার উত্তরাঞ্চল অনেক আগেই ইসরায়েল বাহিনীর দখলে চলে গেছে। এবার তারা গাজার দক্ষিণ প্রান্তেও ঢুকতে শুরু করেছে। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের বাসিন্দাদের অভিযোগ, বাড়িতে বাড়িতে ঢুকে তল্লাশি চালাচ্ছে ইসরায়েল। তাদের সন্দেহ, উত্তর গাজা থেকে পালিয়ে হামাস বাহিনীর সদস্যরা দক্ষিণ গাজায় আশ্রয় নিয়েছেন। ইসরায়েল বরাবরের মতো দাবি করেছে, এ অঞ্চলে হামাসের বেশ কয়েকটি আস্তানার হদিস পেয়েছে তারা।

 

 

সর্বশেষ খবর