শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নতুন করোনাভাইরাসের সন্ধানে চীনা বিজ্ঞানীরা

বিশ্ব করোনা মহামারি ঠিকমতো কাটিয়ে উঠতে পারেনি। অথচ এরই মধ্যে আবারও একটি আশঙ্কার খবর সামনে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, চীনা বিজ্ঞানীরা কভিডের একটি মিউট্যান্ট স্ট্রেন নিয়ে গবেষণা করছেন। তার পর থেকেই প্রশ্ন উঠছে- বিশ্ব আবারও নতুন কোনো মহামারির ঝুঁকিতে আছে কি না? অনেকের অভিযোগ, চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘চীনা ভাইরাস’ বলেও ব্যাখ্যা করেছিলেন। প্রি-পিয়ারে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন করোনার মতো বিপজ্জনক ভাইরাস নিয়ে গবেষণায় নিয়োজিত। ভাইরাসটি ইঁদুরের জন্য ১০০ শতাংশ মারাত্মক। এর কবলে পড়লে ফের বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চীনা সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকরা প্যাঙ্গোলিন (বনরুই) ভাইরাসের গবেষণায় কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। করোনাভাইরাস সম্পর্কে বলা হয়, এটি বনরুই বা বাদুড় থেকে ছড়িয়েছে। ফলে নতুন গবেষণা থেকে ফের কোনো অঘটন হয় কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মাঝে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, কোনো মানুষ এ ভাইরাসের সংস্পর্শে এলে তার জীবনও হুমকির মুখে পড়তে পারে।

 

সর্বশেষ খবর