সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দোনেৎস্কে ২৫ বেসামরিককে হত্যা করল ইউক্রেন

দোনেৎস্কে গোলা ছুড়ে অন্তত ২৫ জনকে হত্যা করেছে ইউক্রেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে। গতকাল দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) প্রধান ডেনিস পুশিলিন এ খবর নিশ্চিত করেছেন। দোনেৎস্কের মেয়র আলেক্সি কুলেমজিন এর আগে জানিয়েছিলেন যে, ইউক্রেনের হামলায় ১২ জন নিহত হয়েছে। মস্কো নিযুক্ত দোনেৎস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন বলেন, গতকাল ব্যস্ত সময়ে বাজারটিতে হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এত গণভোটের মাধ্যমে ২০২২ সালে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল দখল করে নেয় রাশিয়া। যদিও এ অঞ্চলের ওপর এখনো তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ গতকাল জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে প্রায় ৩ লাখ ৭৬ হাজার ৩০ সেনা হারিয়েছে রাশিয়া।

জাপোরিঝঝিয়ায় এক দিনে ৯৫ বার হামলা : ইউক্রেনের জাপোরিঝঝিয়ার ১৬টি জায়গায় এক দিনে ৯৫ বার হামলা চালিয়েছে রুশ বাহিনী। অঞ্চলটির গভর্নর ইউরি মালাশকোর বরাত দিয়ে এ তথ্য দিয়েছে কিয়েভ ইন্ডিপেনডেন্ট। খবর দ্য গার্ডিয়ান গভর্নর বলেন, হুলিয়াপোলে আর্টিলারি গোলার কারণে ৭১ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। যেখানে আবাসিক ভবন ধ্বংসের দুটি খবরও পাওয়া গেছে।

ইউক্রেনের মালা টোকমাচকা এবং রোবোটাইনে সাতটি মাল্টিপল রকেট লঞ্চার হামলার পাশাপাশি হুলিয়াপোল, ওরিখিভ, জালিজনিচনে, লুহিভস্কে, নভোয়ান্দ্রিভকা, রোবোটাইন, লেভাডনে এবং পোলতাভকায় ২৬টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

এ ছাড়া ৬২টি আর্টিলারি শেল নিক্ষেপ করেছে রাশিয়া।

খেরসন অব্লাস্টর আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার প্রোকুদিন বলেন, শনিবার দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে ৭৬ বার গোলাবর্ষণ করা হয়েছে। একই দিনে সুমি অঞ্চলে ৩৭ বার গোলাবর্ষণ করে রাশিয়া।

সর্বশেষ খবর