সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভারত মালদ্বীপের সম্পর্কের বলি কিশোর

মালদ্বীপে চিকিৎসা কাজে ভারতীয় বিমান ব্যবহার করতে না দেওয়ায় এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার উন্নত চিকিৎসার জন্য ভারতীয় ডর্নিয়ার বিমান   ব্যবহারের অনুমতি দেননি দ্বীপটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হঠাৎ  অসুস্থ হয়ে পড়ে ১৪ বছর বয়সী ছেলেটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। মূলত ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এ ঘটনা ঘটল।

 মালদ্বীপের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মালদ্বীপের ভিলিঙ্গিলি দ্বীপের বাসিন্দা ওই কিশোরের মস্তিষ্কে টিউমার হয়েছিল। শনিবার স্ট্রোকও হয়। কিশোরের স্বাস্থে?্যর অবস্থার কথা বিবেচনা করে চিকিৎ?সকরা তাকে মালদ্বীপের রাজধানী মালেতে নিয়ে চিকিৎ?সার পরামর্শ দেন। পরে কিশোরের পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের আবেদন জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ভারতের দেওয়া একটি বিমানে ওই কিশোরকে মালেতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভারতের দেওয়া উড়োজাহাজ ব?্যবহারে অনীহা প্রকাশ করে মালদ্বীপ সরকার। পরে অসুস্থ ছাত্রকে মালে চিকিৎ?সা জন?্য নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

সর্বশেষ খবর