সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আফগানিস্তানে বিমান বিধ্বস্ত

আফগানিস্তানে শনিবার রাতে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ। গতকাল তারা জানিয়েছে, উড়োজাহাজটিতে ছয় আরোহী থাকতে পারেন। এদিকে আফগানিস্তানের স্থানীয় পুলিশ বলছে, গতকাল রাতে তারা একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে। এদিকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মস্কোগামী একটি বিমান আফগানিস্তানের বাদাখশানে ভেঙে পড়েছে। এখনো হতাহতের কোনো খবর মেলেনি। প্রথমে তালেবান প্রশাসনের একটি সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনাগ্রস্ত উড়োজাহাজটি ভারতের। তবে কিছু সময় পর ভারতের অসামরিক বিমানমন্ত্রী জানান, বিমানটি ভারতের নয়। এক বিবৃতিতে রাশিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজ চার্টার অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল। এটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল।

বাদাখশান প্রদেশে হিন্দুকুশ পর্বতমালার অবস্থান। আফগানিস্তানের সর্বোচ্চ পর্বত মাউন্ট নোশাকের অবস্থানও সেখানে। নোশাক পর্বতটি ২৪ হাজার ৫৮০ ফুট উঁচু।

সর্বশেষ খবর