মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ট্রাম্পের পথ আরও পরিষ্কার

ট্রাম্পের পথ আরও পরিষ্কার

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন লড়াই থেকে সরে দাঁড়ালেন আরও একজন রিপাবলিকান প্রার্থী। তিনি ফ্লোরিডার গভর্নর রন ডি’স্যান্তিস। আইওয়া ককাসে সর্বশেষ চার প্রার্থীর মধ্যে চতুর্থ হন বায়োটেকবিষয়ক উদ্যোক্তা বিবেক রামস্বামী। তারপর তিনি এ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। সমর্থন দেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নিউহ্যাম্পশায়ারে এবার প্রথম রিপাবলিকান প্রাইমারি নির্বাচনের ঠিক আগে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন ডি’স্যান্তিস। ফলে রিপাবলিকান দল থেকে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে এখন টিকে রইলেন মাত্র দুজন। তারা হলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। নিউহ্যাম্পশায়ারে প্রাইমারি নির্বাচনের আগে জরিপে ডি’স্যান্তিসের জনপ্রিয়তা ছিল ১০-এর নিচে। একসময় তাঁকে দেখা হয়েছিল দলের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে। কিন্তু রবিবার তিনি বলেছেন, জয়ের স্পষ্ট কোনো পথ তিনি দেখতে পাচ্ছেন না। ফলে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার শেষ চ্যালেঞ্জে রয়ে গেলেন ট্রাম্প এবং নিকি হ্যালি। নিকি হ্যালি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে শুধু তিনিই পরাজিত করতে সক্ষম। আজ নিউহ্যাম্পশায়ারে প্রাইমারি নির্বাচন। তার আগে রবিবার বিকালে প্রায় ৫ মিনিটের একটি ভিডিও এক্সে পোস্ট করেছেন রন ডি’স্যান্তিস। এতে তিনি বলেছেন, মাঠ থেকে সরে যাচ্ছে তাঁর টিম। তিনি বলেন, অনেক কিছুই এখনো করতে পারতাম। প্রচার চালাতে পারতাম। সাক্ষাৎকার দিতে পারতাম। অনেক কিছুই করতে পারতাম। সাত মাসের প্রচারের ইতি টেনে ফ্লোরিডার এই গভর্নর বলেন, তিনি ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন।

 

 

 

সর্বশেষ খবর