মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

তাক লাগানো সম্পদ পুতিনের

তাক লাগানো সম্পদ পুতিনের

বরাবরই রহস্য জিইয়ে রাখেন নিজের চারপাশে। তিনি এই যুগেও যুদ্ধ বাধিয়ে গোটা বিশ্বকে তটস্থ করে রেখেছেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। আর তাঁকে নিয়ে বিশ্ববাসীর আগ্রহেরও শেষ নেই। প্রেসিডেন্ট হিসেবে বছরে ১ লাখ ৪০ ডলার মাইনে পান। ৮০০ স্কোয়ার ফুটের একটা অ্যাপার্টমেন্ট। আর একটা ট্রেলার ও তিনটি গাড়ি সবেধন নীলমণি এই নাকি তাঁর মোট সম্পত্তি। ফোর্বস ম্যাগাজিন ২০২২-এর একটি রিপোর্টে এ সবই উল্লেখ করেছিল। সঙ্গে অবশ্য জুড়ে দিয়েছিল মোক্ষম ফুটনোট পুতিনের যে আদতে ঠিক কতখানি সম্পত্তি, সেই রহস্য ভেদ করা অসম্ভব! সম্প্রতি যেন পুতিনের সেই অগাধ সম্পত্তিরই কিঞ্চিত হদিস মিলল রাশিয়ারই একাধিক রিপোর্টে। তাতে বলা হয়েছে, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী রাজনীতিক পুতিনের হাতে রয়েছে অন্তত ২০০ বিলিয়ন ডলারের সম্পত্তি। রয়েছে প্রায় ২ লাখ স্কোয়ার ফুটের একটি প্রাসাদসহ গোটাবিশেক বাড়ি, ৭০০টা গাড়ি। আর ৭১ কোটি ডলারের সেই অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিমান ‘ফ্লাইং ক্রেমলিন’। তবে রিপোর্টে বলা হয়, জটিল অর্থনৈতিক প্রকল্পে অর্থ বিনিয়োগ করেন পুতিন, যা সাধারণ মানুষ তো বটেই, সংবাদমাধ্যমের পক্ষেও খুঁজে বের করা সম্ভব হয় না। গোপনীয়তা রক্ষা করেন পুতিন যে, বিশ্বস্ত কয়েক জন ছাড়া, কারও সঙ্গে কোনো তথ্যই ভাগ করে নেন না তিনি। তবে পুরোটাই অনুমান, পুতিনের সম্পত্তি এর থেকে দ্বিগুণ বলেও দাবি করেন কেউ কেউ।

 

 

সর্বশেষ খবর