মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে ১০ রাজনৈতিক দলের নেতা

মণিপুর সংকট

একদিকে ঝলমলে অযোধ্যা। অন্যদিকে সংকটে মণিপুর। এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন করল ১০টি রাজনৈতিক দল। দলগুলোর নেতা ও প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে দেখা করেছেন এবং মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছেন। কংগ্রেস, জনতা দল (ইউ), সিপিআই, সিপিআই (এম), অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (টিএমসি), আম আদমি পার্টি (আপ), অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), শিবসেনা (ইউবিটি) এবং বিপ্লবী সমাজতান্ত্রিক দল রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দিয়েছে। পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে আমার সচিবালয়ে ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি। গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। স্মারকলিপি দেওয়ার পর সাবেক মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ইবোবি বলেন, ‘১০টি রাজনৈতিক দল মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে অনুরোধ করেছে এবং মণিপুর সংকটের অবসান ঘটাতে অনুরোধ করেছে। তিনি বলেন, গণতান্ত্রিক কাঠামোতে আলোচনা হওয়া উচিত। সমস্যা হলে সমাধান হওয়া উচিত,’ বলেন ইবোবি। এদিকে ১০টি রাজনৈতিক দল মুখ্যমন্ত্রীকে লেখা স্মারকলিপিতে বলেছে, সংঘাতের জটিলতার কথা বিবেচনা করে কেন্দ্রীয় সরকারের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সমস্যার সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে না। ভারত সরকারই কেবল বিবাদে জড়িত পক্ষগুলোকে আলোচনার টেবিলে আনতে পারে এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান খুঁজে বের করতে পারে। কয়েক মাস ধরে মণিপুরে জাতিগত দাঙ্গা চলছে। এতে বহু মানুষের মৃত্যু হয়েছে। স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়েছে।

 

সর্বশেষ খবর