বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাহুল গান্ধীর যাত্রায় বাধার অভিযোগ

রাহুল গান্ধীর যাত্রায় বাধার অভিযোগ

রাহুল গান্ধী

এর আগে ভারত জোড়ো যাত্রা নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। কিন্তু এবার লোকসভা ভোটের আগে নতুন করে শুরু করা ওই কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। গত ১৪ জানুয়ারি মণিপুর থেকে এই ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করেন রাহুল। তার পর সেই র‌্যালি নাগাল্যান্ড হয়ে আসামে ঢুকেছে ১৮ জানুয়ারি। কিন্তু বিজেপিশাসিত এই রাজ্যে ঢুকতেই কংগ্রেসের এ ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ বাধার মুখে পড়েছে। এ ঘটনা ঘিরে সোমবারের পর গতকালও উত্তপ্ত হয়ে ওঠে আসাম। গতকাল ৫ হাজার কংগ্রেস কর্মী-সমর্থক রাজ্যটির রাজধানীতে প্রবেশের চেষ্টা করতেই পুলিশের বাধার মুখে পড়েন। আর তার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার রাহুল নওগাঁওতে একটি মন্দিরে যেতে চান। কিন্তু তাকে সেই মন্দিরে যেতে দেওয়া হয়নি। রাহুল তখন মাটিতে বসে বিক্ষোভ দেখান। গতকাল তার গুয়াহাটিতে যাত্রা করার কথা ছিল। কিন্তু রাজ্য প্রশাসন জানিয়ে দেয় গুয়াহাটির ভিতরে যাত্রা করা যাবে না। কারণ মঙ্গলবার কাজের দিন। যাত্রা করা হলে শহরের ভিতরে প্রবল যানজট হবে। তাই যাত্রা করতে দেওয়া হবে না। জাতীয় সড়ক দিয়ে যাত্রা লোয়ার আসামের দিকে নিয়ে যেতে হবে। এ পরিস্থিতিতে ৫ হাজার কংগ্রেস কর্মী-সমর্থক নিয়ে রাহুলের ন্যায় যাত্রা গুয়াহাটি শহরের ভিতরে ঢুকতে চায়। কিন্তু পুলিশ বাধা দেয়। তারা রাহুল গান্ধীর যাত্রাকে কিছুতেই শহরের ভিতরে প্রবেশ করতে দেয়নি।

সর্বশেষ খবর