বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কিরগিজস্তান-চীন সীমান্তে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ৩

চীনের জিনজিয়াং এবং কিরগিজস্তান সীমান্তে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের খবর দিয়েছে সিনহুয়া। বলেছে, ভূমিকম্পে বেশকিছু বাড়িঘর ধসে পড়াসহ অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। ভূমিকম্পের পর বেশ কয়েকঘণ্টা পেরিয়ে গেলেও ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো পাওয়া যায়নি। সোমবার মধ্যরাতে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেখানে তীব্র কম্পনের ফলে কেঁপে ওঠে ভারতের রাজধানী দিল্লিসহ সংলগ্ন অঞ্চল। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তানেও। চীনা আর্থকোয়াক নেটওয়ার্কস সেন্টার জানায়, ওই ভূমিকম্পের পর গতকাল স্থানীয় সময় সকাল ৮টা পর্যন্ত আরও ৪০টি পরাঘাত অনুভূত হয়েছে। ভূমিকম্প শুরুর সঙ্গে সঙ্গে জিনজিয়াং রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেন। এতে ২৭টি ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে বলে জানায় সিনহুয়া। একই ভূমিকম্প কাজাখস্তান থেকেও অনুভূত হয়েছে। সেখানে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। ৩০ মিনিট পর উজবেকিস্তানেও ভূমিকম্প হয়।

সর্বশেষ খবর