শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পুত্রবধূকে হাসপাতালে দেখতে গিয়ে নিজেও ভর্তি রাজা চার্লস

পুত্রবধূকে হাসপাতালে দেখতে গিয়ে নিজেও ভর্তি রাজা চার্লস

গত সপ্তাহে একটি হাসপাতালে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের অস্ত্রোপচার হয়েছিল। গতকাল তাকে হাসপাতালে দেখতে যান তার শ্বশুর ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। তবে পুত্রবধূকে দেখার পর তিনি নিজেও পরে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বাকিংহাম প্যালেস জানিয়েছে, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস (৭৫) বর্ধিত প্রস্টেটের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তিনি কত দিন হাসপাতালে অবস্থান করবেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা সাধারণত অসুস্থতার বিস্তারিত তথ্য প্রকাশ করে না। তারা চিকিৎসা-সংক্রান্ত বিষয়গুলো ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে। কিন্তু তৃতীয় চার্লস পুরুষদের তাদের প্রোস্টেট পরীক্ষায় উৎসাহিত করার জন্য তার স্বাস্থ্য সমস্যা জনসমক্ষে প্রকাশ করেন।

 

সর্বশেষ খবর