শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ফার্স্ট লেডির ‘ডিওর ব্যাগ’ কাঁপিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়ার রাজনীতি

ফার্স্ট লেডির ‘ডিওর ব্যাগ’ কাঁপিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়ার রাজনীতি

তিনি দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম কিওন হি। তাকে একজন উপহার হিসেবে বিখ্যাত ও বিলাসবহুল ‘ডিওর’ হাতব্যাগ উপহার দিয়েছেন। আর এতেই শুরু হয়েছে বিতর্ক। দেশটির ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি (পিপিপি) চাপের মুখে পড়েছে। মাসখানেক আগে যখন বিশ্ব নতুন বছরকে স্বাগত জানাতে উদগ্রীব সেই সময় ফার্স্ট লেডিকে একজন যাজক একটি ডিওর ব্যাগ উপহার দেন। বিষয়টি ধরা পড়ে স্পাই ক্যামেরায়। আর তা নিয়েই সরগরম দেশটির রাজনীতি। কিছু বিশ্লেষক বলছেন, এই কেলেঙ্কারি এপ্রিলের নির্বাচনে প্রেসিডেন্ট ইউন সুক ইওলের দলের আবারও নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে হুমকির মুখে ফেলেছে। ভোটাররা ইউনের কাছ থেকে এর ব্যাখ্যা চান এবং বিরোধীরা তাকে আক্রমণ করার জন্য এ বিষয়টি ব্যবহার করছে। বামপন্থি ইউটিউব চ্যানেল ভয়েস অব সিউল দ্বারা প্রকাশিত ভিডিওটি যাজক চোই জায়ে ইয়ং তার ঘড়িতে লুকানো একটি ক্যামেরা ব্যবহার করে গোপনে শুট করেছেন বলে জানা গেছে।

এতে দেখা যায়- চোই ধূসর-নীল বাছুরের চামড়ার একটি ব্যাগ কেনার জন্য একটি দোকানে হেঁটে যাচ্ছেন একটি রসিদসহ। ব্যাগটির দাম ৩ মিলিয়ন কোরিয়ান ওয়ান (২২০০ মার্কিন ডলার)।

দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, সরকারি কর্মকর্তা এবং তাদের স্ত্রীদের জন্য একবারে ১ মিলিয়ন ওয়ানের বেশি মূল্যের উপহার এবং এক আর্থিক বছরের মধ্যে মোট ৩ মিলিয়ন ওয়ানের উপহার গ্রহণ করা অবৈধ। বিরোধী ডেমোক্র্যাটিক পার্টিও ইউন এবং তার দলকে আক্রমণ করার জন্য বিষয়টি ব্যবহার করছে।

সর্বশেষ খবর