মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হলেন পুতিন

ভ্লাদিমির পুতিন

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রার্থী হচ্ছেন ভ্লাদিমির পুতিন। আগামী ১৫ থেকে ১৭ মার্চ ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রার্থী হিসেবে নিবন্ধিত হওয়ার বিষয়টি গতকাল দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিশ্চিত করেছে। সমর্থক ও বিরোধী উভয় পক্ষের জোর ধারণা, পুতিন আবার রাশিয়ার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। ডয়চে ভেলে জানায়, রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ নিবন্ধিত প্রার্থী হয়েছেন পুতিন। এর আগে প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন এলডিপিআর পার্টির নেতা লিওনিড স্লুটস্কি, স্টেট ডুমার ডেপুটি স্পিকার এবং নিউ পিপল পার্টির সদস্য ভ্লাদিস্লাভ দাভানকভ এবং কমিউনিস্ট পার্টি থেকে ডুমা ডেপুটি নিকোলাই খারিটোনভ। নির্বাচনে পুতিনের বিরুদ্ধে যারা প্রার্থী হচ্ছেন তাদের বুধবারের মধ্যে প্রয়োজনীয়সংখ্যক সমর্থকদের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। ২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ায় ক্ষমতায় আছেন পুতিন। নতুন আরেক দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে ছয় বছরের মেয়াদকাল পূর্ণ করলে একটি রেকর্ড গড়বেন পুতিন। সে ক্ষেত্রে ১৮ শতকের পর রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক হবেন তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশ ইউক্রেনে অভিযান শুরু করার পর থেকে পুতিন রাশিয়ায় তাঁর বিরোধীদের বিরুদ্ধে দমন-পীড়ন জোরদার করেছেন।

 

 

সর্বশেষ খবর