মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইইউর কাছে অর্থ চায় ইউক্রেন

শুধু অস্ত্র নয় ইউরোপীয় ইউনিয়নের কাছে অর্থও সাহায্য চাইছে ইউক্রেন। এতদিন এই অর্থ প্রদানে বাধা দিত হাঙ্গেরি। অবশেষে হাঙ্গেরির আপত্তি দূর করে ব্রাসেলস থেকে আর্থিক সহায়তার আশা করছে ইউক্রেন। কারণ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন সফর করছেন। তবে ওয়াশিংটন থেকে এখনো সুখবর আসছে না।

ডয়চে ভেলে জানিয়েছে, অনেক আশা ও আশ্বাস সত্ত্বেও ইউক্রেন পশ্চিমা বিশ্বের কাছ থেকে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হাতে পাচ্ছে না। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মোটা অঙ্কের সহায়তার সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও রাজনৈতিক জটিলতার কারণে চূড়ান্ত অনুমোদন পাওয়া যাচ্ছে না। চলতি সপ্তাহে ইইউ শীর্ষ সম্মেলনে সেই বাধা দূর হবে, এমন সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। ফলে একমাত্র হাঙ্গেরির আপত্তির কারণে যে সিদ্ধান্ত মুলতবি রাখতে হয়েছিল, সেটি অবশেষে কার্যকর করা সম্ভব হবে। ফলে আগামী চার বছরের জন্য ইউক্রেন ব্রাসেলস থেকে ৫ হাজার কোটি ইউরো পেতে পারে। সে ক্ষেত্রে রাশিয়ার হামলা প্রতিহত করতে অতি প্রয়োজনীয় গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে পারবে সে দেশ। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংঘাতের কারণে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন প্রশ্নে যতটা সম্ভব বাধা সৃষ্টি করে আসছে। কিন্তু বাকি ইইউ সদস্যদের প্রবল চাপের মুখে তিনি সম্ভবত এবার আপত্তি তুলে নেবে। এর পূর্বশর্ত হিসেবে তিনি সহায়তা ইইউ বাজেট থেকে আলাদা রাখার এবং প্রতি বছর মূল্যায়নের দাবি করেছেন।

 

 

সর্বশেষ খবর