মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যুদ্ধের চার মাস পর জাতিসংঘ প্রতিনিধিরা গাজা যাচ্ছেন

প্রথমবার জাতিসংঘের প্রতিনিধিদের গাজায় প্রবেশের অনুমতি দিল ইসরায়েল। রবিবার সে দেশের তরফে জানানো হয়, ভূখে র পরিস্থিতি খতিয়ে দেখতে পারেন জাতিসংঘের প্রতিনিধিরা। উল্লেখ্য, দিন কয়েক আগেই ইসরায়েল অভিযোগ এনেছিল হামাসের হামলার সঙ্গে যুক্ত রয়েছে জাতিসংঘের কর্মীরা। তার জেরে জাতিসংঘে অনুদান দেওয়া বন্ধ করেছে আমেরিকাসহ বেশ কয়েকটি দেশ। জানা গেছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে রবিবার আমেরিকা ও কাতারের সঙ্গে বৈঠকে বসেছিল ইসরায়েল। কিন্তু জিম্মিদের মুক্তি দেওয়া নিয়ে কোনো ইতিবাচক সমাধান মেলেনি সেই বৈঠকে। যদিও আগামী দিনে আবার যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েল।

 

সর্বশেষ খবর