বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য : ক্যামেরন

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য : ক্যামেরন

ডেভিড ক্যামেরন

আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ব্রিটেন প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি মন্তব্য করেছেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছে যুক্তরাজ্য। সোমবার লন্ডনে ব্রিটেনের মন্ত্রিসভার এক অনুষ্ঠানে ক্যামেরন এ ঘোষণা দেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মধ্যপ্রাচ্যের সংঘাতমুখর পরিস্থিতি, ফিলিস্তিনিদের নিজেদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির ন্যায্যতা, নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে ইসরায়েলের ব্যর্থতাসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। ক্যামেরন বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনিদের একটি রাজনৈতিক ভূমি দিতে হবে। ওয়েস্টমিনস্টারে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বরূপ কেমন হবে তা নির্ধারণ করা যুক্তরাজ্যের দায়িত্ব। যুক্তরাজ্যের সাবেক এই প্রধানমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ক্যামেরন বলেন, দুই রাষ্ট্র সমাধানের বিষয়ে ফিলিস্তিনিদের একটি ‘অলঙ্ঘনীয় প্রক্রিয়ার’ বাস্তবায়ন দেখাতে হবে। কনজারভেটিভ মিডল ইস্ট কাউন্সিলকে তিনি বলেন, ‘জাতিসংঘসহ অন্য মিত্রদের সঙ্গে নিয়ে আমরা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করব।’ তিনি বলেন, ‘এতে বিষয়টি বাস্তবায়নে সহায়তা হতে পারে।’ ক্যামেরন গাজায় আরও মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ব্রিটিশ এবং অন্যান্য দেশের পাঠানো মানবিক সহায়তা সীমান্তে ফেরত পাঠানোর বিষয়টি ‘হাস্যকর’। ক্যামেরন বলেন, গত ৩০ বছর ইসরায়েলের ব্যর্থতার গল্প, কারণ তারা তার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এই ব্যর্থতা স্বীকার করার মাধ্যমেই কেবল শান্তি ও অগ্রগতি হবে। ব্রিটেন দীর্ঘদিন ধরে দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করে আসছে, যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা পৃথক দেশের পাশাপাশি বসবাস করতে পারে।

গাজায় যুদ্ধের অবসানের চলমান প্রচেষ্টার বিষয়ে ক্যামেরন বলেন, যুদ্ধবিরতি প্রয়োজন এবং সমঝোতার আলোচনার বিষয়ে ‘আশার আলো’ দেখা যাচ্ছে। পার্লামেন্টে তিনি মন্তব্য করেন, ‘সত্যিকারের শান্তি ও অগ্রগতি তখনই আসবে যখন সেই ব্যর্থতাকে স্বীকৃতি দেওয়া হবে এবং এটা বুঝতে পারা যে শান্তি ও অগ্রগতির সুফল যুদ্ধে ফিরে যাওয়ার সুবিধার চেয়ে অনেক বেশি হবে।’

প্যারিস বৈঠকের প্রস্তাব খতিয়ে দেখছে হামাস : একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গতকাল গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াহ এই তথ্য জানিয়েছেন। প্যারিসে চার দেশীয় আলোচনার পর এই চুক্তির প্রস্তাবটি এসেছে। ইসমাইল হানিয়া আরও জানান, প্যারিস সম্ভাব্য চুক্তিটি বাস্তবায়নের শর্তগুলো নিয়েও আলোচনা হবে। ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দিবিনিময় এবং নতুন একটি যুদ্ধবিরতির বিষয়টিও আলোচনায় থাকবে। তিনি বলেন, যেসব শর্তের ভিত্তিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে, সেগুলো এখন নিবিড়ভাবে খতিয়ে দেখছেন হামাসের নেতারা। হামাস জানিয়েছে, বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে খুব শিগগিরই তাঁরা নিজেদের অবস্থান জানাবে।

চিকিৎসক ছদ্মবেশে ইসরায়েলি সেনারা হাসপাতালে ভর্তি ফিলিস্তিনি রোগীদের ওপর গুলি চালাচ্ছে     -অনলাইন

চিকিৎসকের বেশে হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ৩ : ফিলিস্তিনি চিকিৎসক ও বেসামরিক মানুষের বেশে পশ্চিম তীরের জেনিন শহরে একটি হাসপাতালে ঢুকে তিনজনকে হত্যা করেছে ইসরায়েলি বিশেষ বাহিনী। গতকাল এ ঘটনা ঘটে। অনলাইনে ছড়িয়ে পড়া হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, বাহিনীর প্রায় ১২ জন ছদ্মবেশে ইবনে সিনা হাসপাতালে ঢুকে পড়েছেন। সেখানে তিনজন নারীর বেশে আর দুজন ছিলেন চিকিৎসকের বেশে। তারা অস্ত্র হাতে হাসপাতালের বারান্দা দিয়ে ছোটাছুটি করছেন। হাসপাতালে একজন চিকিৎসক জানিয়েছেন, নিহত তিনজনের মধ্যে একজন কয়েক মাস আগে ইসরায়েলি অভিযানে আহত হয়েছিলেন। এই হাসপাতালে তার চিকিৎসা চলছিল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েলি সেনাদের এই অপরাধের জবাব দেওয়া হবে। তারা সেখানে তিন ফিলিস্তিনি পুরুষকে গুপ্তহত্যা করেছে।

সর্বশেষ খবর