বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঝাড়খণ্ডের ‘নিখোঁজ’ মুখ্যমন্ত্রীকে দেখা গেল হাসিমুখে

ঝাড়খণ্ডের ‘নিখোঁজ’ মুখ্যমন্ত্রীকে দেখা গেল হাসিমুখে

পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ‘পাওয়া যাচ্ছে না’, এ দাবি করেছিল ভারতীয় আর্থিক দুর্নীতি তদন্ত সংস্থা ইডি। কিন্তু এ দাবির ৩০ ঘণ্টার মধ্যে পৈতৃক বাড়িতে দেখা গেল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে।

জমি কেলেঙ্কারি মামলায় আর্থিক অসামঞ্জস্যতার অভিযোগ রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে। সোমবার সকাল থেকেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দিল্লির বাড়িতে ১৩ ঘণ্টার তল্লাশি অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)-এর কর্মকর্তারা। কিন্তু সংস্থাটি জানায়, ফোনে তাকে পাওয়া যাচ্ছে না। তা নিয়ে শুরু হয় হুলুস্থুল। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ইডি প্রায় একদিন ধরে হেমন্ত সোরেনের দেখা পায়নি বললেও ঝাড়খণ্ডে বাসভবনে সরকারি গাড়িতেই হাসিমুখে তাকে ঢুকতে দেখেছেন সাংবাদিকরা। আরেক সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ইডি নিখোঁজ দাবি করলেও ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে হেমন্ত সোরেনকে পৈতৃক নিবাসে দেখা গেছে। এখানে মুখ্যমন্ত্রী তার বাবা শিবু সোরেনের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সর্বশেষ খবর