বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জলদস্যুর হাত থেকে ১৯ পাকিস্তানিকে উদ্ধার করল ভারতীয় নৌসেনা

দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চরম বৈরিতা। তবে এবার দেখা গেল অদ্ভুত বন্ধুত্বের ভূমিকায়। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে ১৯ পাকিস্তানিকে উদ্ধার করল ভারতীয় নৌ বাহিনীর সদস্যরা। আরব সাগরে মাছ ধরতে বেরিয়েছিল ‘আল নাঈমি’ জাহাজ। তাতেই ছিলেন পাকিস্তানিরা। আচমকাই হামলা চালায় জলদস্যুর দল। বন্দি করে ১৯ পাকিস্তানিসহ জাহাজের সবাইকে। গত সোমবার এ খবর পৌঁছায় ভারতীয় নৌসেনার কাছে। আরব সাগরে তখন টহল দিচ্ছিল আইএনএস সুমিত্র। সঙ্গে সঙ্গে অপারেশন শুরু করে ভারতীয় নৌসেনা। জলদস্যুদের হাত থেকে মুক্ত করে ‘আল নাঈমি’ জাহাজকে। উদ্ধার হন ১৯ পাকিস্তানি। অপারেশনের পর প্রত্যেকের মেডিক্যাল চেকআপ করা হয়েছে। শুধু তাই নয়, গতকাল আইএনএস সুমিত্র, ভারতীয় নৌবাহিনীর দেশীয় অফশোর প্যাট্রোল ভেসেল আরব সাগরে কোচি থেকে ৭০০ নটিক্যাল মাইল পশ্চিমে সোমালিয়ান জলদস্যুদের হাইজ্যাক করা আরেকটি ইরানের পতাকাবাহী মাছ ধরার জাহাজ ‘এমভি ইমান’-এর ১৭ ক্রু সদস্যকেও উদ্ধার করেছে।

সর্বশেষ খবর