শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মার্কিন সেনাদের ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা ইরাকি গোষ্ঠীর

মার্কিন সেনাদের ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা ইরাকি গোষ্ঠীর

শেখ আকরাম আল কাবি

ইরাকের প্রতিরোধ গোষ্ঠী কাতিব হিজবুল্লাহ সম্প্রতি ঘোষণা করেছিল তারা আর মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালাবে না। সে ঘোষণায় খানিকটা স্বস্তি পেলেও আবার অস্বস্তিকর পরিস্থিতি হাজির হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য। এবার ইরাকের আরেক প্রতিরোধ গোষ্ঠী আল নুজাইবা জানিয়েছে, তারা গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েই যাবে।

গোষ্ঠীটির মহাপরিচালক শেখ আকরাম আল কাবি গতকাল এ ঘোষণা দিয়েছেন। সে সঙ্গে তারা ইরাক থেকে পুরোপুরিভাবে মার্কিন সেনাদের প্রত্যাহার করার দাবিও জানিয়েছে।

এক বিবৃতিতে আকরাম বলেছেন, এ সিদ্ধান্ত তার গোষ্ঠী এককভাবেই নিয়েছে। এর আগে ইরাকের অন্যতম সশস্ত্র গোষ্ঠী কাতিব হিজবুল্লাহ জানিয়েছিল, ইরাকের প্রধানমন্ত্রী ও সরকারের সঙ্গে আলোচনার পর তারা মার্কিন বাহিনীর ওপর হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। কাতিব হিজবুল্লাহ ও আল নুজাইবা ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেরই অংশ। কাতিব হিজবুল্লাহর নেতৃত্বেই এ গোষ্ঠীগুলো এতদিন গাজার সমর্থনে ইরাক ও সিরিয়ায় ঘাঁটি গেড়ে থাকা মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়ে আসছিল।

সর্বশেষ খবর