রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আবারও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

আবারও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

আবারও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। ‘সুপার-লার্জ’ ওয়ারহেড সজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি একটি নতুন ধরনের ল্যান্ড-টু-এয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে দেশটি। প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সিরিজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার আওতায় শুক্রবার দেশটির পূর্ব উপকূলে এসব পরীক্ষা চালানো হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সর্বশেষ শুক্রবারের পরীক্ষা নিয়ে এক সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি। উত্তর কোরিয়ার নৌবাহিনীকে শক্তিশালী করার বিষয়ে দেশটির নেতা কিম জং উনের একাগ্রতা পুনর্ব্যক্ত করার কয়েক ঘণ্টা পরই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবরটি সামলে এল। আরেকটি প্রতিবেদনে কেসিএনএ জানিয়েছিল, পশ্চিম উপকূলে নামফোতে একটি শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণের পরিদর্শন করার সময় কিম নৌবাহিনীকে শক্তিশালী করার কথা পুনর্ব্যক্ত করেছিলেন। ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে কিংবা সেগুলোর কার্যকারিতা কী সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কেসিএনএ। সংস্থাটি বলেছে, দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই পরীক্ষাগুলো চালানো হচ্ছে।

এটি প্রতিবেশী দেশের নিরাপত্তাকে কোনো প্রকার প্রভাবিত করবে না। এক প্রতিবেদনে এবিসি নিউজ জানিয়েছে, উত্তর কোরিয়া প্রকাশিত ছবিতে স্বল্প উচ্চতায় উড়ন্ত একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রকে উপকূলীয় এলাকায় নির্মিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে এবং আরেকটি ক্ষেপণাস্ত্রকে ভূমি থেকে উৎক্ষেপণের পর আকাশে উড়তে দেখা গেছে।

সর্বশেষ খবর