সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কারাগারে থেকেও নির্বাচনে জয়ের পরিকল্পনা ইমরানের

মাত্র চার বছরেরও কম সময়ে প্রধানমন্ত্রী থেকে কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময়ের মধ্যে সাবেক এ ক্রিকেট তারকা ও তার গঠিত দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলেরও নাটকীয় পতন হয়েছে। তাকে দশ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এমনকি নিজেদের নির্বাচনি প্রতীকও হারিয়েছে দলটি। এরপরও ৮ ফেব্রুয়ারির নির্বাচনে জয় ছিনিয়ে নেওয়ার আশা ছাড়েনি দলটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে নির্বাচনে জয়ী হতে দলটির নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও কৌশলের কথা তুলে ধরা হয়েছে। পিটিআই-এর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় এখন কারাগারে রয়েছেন প্রতিষ্ঠাতা ইমরান খান। দলটি মনে করে, সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তি ব্যবহার করে এই রাজনৈতিক ধস কাটিয়ে উঠতে পারবে তারা। যদিও তাদের বেশিরভাগ প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী নতুন ও আগে তারা নির্বাচনে অংশ নেননি। পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট থেকে পিটিআইয়ের প্রার্থী হয়েছেন রেহেনা ধর। ৭০ বছর বয়সী রেহেনার সহকর্মীদের অনেকেই ধরপাকড় ও মামলার ভয়ে পালিয়ে রয়েছেন। ফলে অপ্রত্যাশিতভাবে রাজনীতিবিদ হয়ে ওঠা রেহেনা বলেছেন, ‘আমি ইমরান খানের সঙ্গে আছি, থাকব। জনসম্মুখে একা ছেড়ে দিলেও আমি ইমরানের পতাকা নিয়ে রাস্তায় নামব।’ প্রতিবেদনে বলা হয়েছে, তার আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে, বছরের পর বছর ধরে ভোটারদের জন্য কাজ করছেন তিনি। অবশ্য দৃশ্যত তিনি একজন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন কমিশন পিটিআইয়ের ক্রিকেট ব্যাট প্রতীক ছিনিয়ে নেওয়ার পর, দলটির সব প্রার্থীই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন।

 নির্বাচন কমিশনের পিটিআইয়ের প্রতীক ছিনিয়ে নেওয়ার সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হয়েছে। দলটি বলছে, ৮ ফেব্রুয়ারির নির্বাচনে প্রস্তুতির সময় এমন সিদ্ধান্ত তাদের পথে আরেকটি রাজনৈতিক বাধা। মনে হতে পারে, এটি একটি ছোট সিদ্ধান্ত। কিন্তু যে দেশের ৫৮ শতাংশ মানুষই নিরক্ষর, সেখানে ব্যালটে প্রার্থীদের জন্য একটা নির্দিষ্ট প্রতীক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।

সর্বশেষ খবর