মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এবার ধর্মঘটে লুফথানসা কর্মীরা

এবার ধর্মঘটে লুফথানসা কর্মীরা

জার্মানির সবচেয়ে বড় এয়ারলাইন লুফথানসার কর্মীদের একদিনব্যাপী ধর্মঘটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে কর্মী সংগঠন ভেরদি। আগামীকাল ও পরশু এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। এ ধর্মঘট হলে তার প্রভাব পড়বে মিউনিখ, হামবুর্গ, ড্যুসেলডর্ফ, বার্লিনসহ ফ্রাংকফুর্টেও।

দেশটির কর্মী সংগঠন ভেরদি একটি বিবৃতিতে বলেছে, ‘যেহেতু সব গ্রাউন্ড স্টাফ ও অন্য কর্মীদের এ ধর্মঘটে ডাকা হচ্ছে, ফলে বহু ফ্লাইটই বাতিল বা বিলম্বিত হবে। তাদের মতে, পরিকল্পিত ১ লাখ ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হতে পারে। ভেরদির সিদ্ধান্তের সমালোচনা করে লুফথানসা। তাদের বক্তব্য, কোনো আলোচনা শুরু হওয়ার আগেই এত বড় ধর্মঘট যুক্তিহীন। এর আগে জার্মানিতে সড়ক বন্ধ করে কৃষকরা মহাসড়কে বিক্ষোভ করে। বর্তমানে, ভেরদি ও লুফথানসার মধ্যে কর্মীদের দাবি নিয়ে একাধিক দফার আলোচনা চলছে। ভেরদি লুফথানসার প্রায় ২৫ হাজার কর্মীর প্রতিনিধিত্ব করে। লুফথানসা নেতৃত্ব বেতন বাড়ানোর যে প্রস্তাব এর আগে দিয়েছিল, তা ‘অপর্যাপ্ত’ বলে নাকচ করে ভেরদি।

সর্বশেষ খবর