মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গাজায় হত্যাযজ্ঞ চলছেই, যুদ্ধবিরতির কোনো দিশা নেই

গাজায় হত্যাযজ্ঞ চলছেই, যুদ্ধবিরতির কোনো দিশা নেই

গাজার বেশির ভাগ এলাকা এখন ধ্বংসস্তূপ। ইসরায়েলি বোমাবর্ষণে আল-মুখাবরাত রাস্তার পাশে ধ্বংস হওয়া ভবনে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজছেন এক নারী -এএফপি

গাজায় প্রতি মুহূর্তে হত্যাযজ্ঞ চলছেই। তবে এটি থামানোর বা যুদ্ধবিরতির কোনো দিশা দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞদের বক্তব্য, ইসরায়েল-হামাস সংঘর্ষ-বিরতির আলোচনা এখনো কোনো সমাধানসূত্রে পৌঁছাতে পারেনি। ইসরায়েল স্থায়ী সংঘর্ষ-বিরতিতে যেতে নারাজ। আবার হামাস চায় ইসরায়েলকে স্থায়ী সংঘর্ষ-বিরতিতে যেতে হবে। ইসরায়েল সব জিম্মির মুক্তি চায়। হামাসের বক্তব্য, সব ফিলিস্তিনি বন্দির বিনিময়ে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। কিন্তু নেতানিয়াহু এখনো এই বক্তব্য মেনে নেননি। সংঘাত বিষয়ক একটি সংস্থার প্রধান অলিভার ম্যাকটারনান। ডিডাবিউকে তিনি জানিয়েছেন, ‘প্যারিসে যে সংঘর্ষ-বিরতি নিয়ে বৈঠক হয়েছে, তা কোনো সমাধানসূত্রে পৌঁছাতে পারেনি। বস্তুত আলোচনা এখনো প্রাথমিক পর্যায়েই আছে।’ আমেরিকা, কাতার, মিসর এবং ইসরায়েলের প্রতিনিধিরা ওই বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠকের সিদ্ধান্ত হামাসকে পাঠানো হয়েছিল। সাময়িক সংঘর্ষ-বিরতি এবং পণবন্দিদের মুক্তির দাবি ছিল সেই সিদ্ধান্তে। হামাস এখনো পর্যন্ত তা নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

হামাসের সূত্র অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছে, ওই সিদ্ধান্তের সঙ্গে তারা সহমত নয়।

সর্বশেষ খবর