মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নির্বাচনে শিশুদের ব্যবহার নিয়ে কঠোর হচ্ছে ভারতীয় ইসি

কলকাতা প্রতিনিধি

সামনেই ভারতের লোকসভা নির্বাচন। তা নিয়ে গোটা ভারতে শুরু হয়েছে উত্তেজনা। তবে এ নির্বাচনের কোনো বিষয়ে যেন শিশুদের ব্যবহার না করা হয় যেজন্য রাজনৈতিক দল ও প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। পোস্টার, প্যামফ্লেট, লিফলেট বিতরণ বা দলের হয়ে স্লোগানিং কোনোভাবেই নির্বাচনি প্রচারে শিশুদের ব্যবহার করা যাবে না। এ নির্দেশনা গতকাল রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। কমিশনের বক্তব্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রার্থীদের নিজেদের প্রচারমূলক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করা উচিত নয়। শিশুদের কোলে, নির্বাচনি প্রচারের গাড়িতে, মিছিলে বা সমাবেশে নিয়ে যাওয়া- কোনোভাবেই যেন শিশুদের না রাখা হয়। শুধু তাই নয়, রাজনৈতিক দল বা প্রার্থীর চিহ্ন প্রদর্শন করা, কবিতা, গান, বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও শিশুদের ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে রাজনৈতিক দলের কোনো নির্বাচনি প্রচারমূলক কর্মকাণ্ডে জড়িত নন এমন কোনো রাজনৈতিক নেতার সান্নিধ্যে যদি কোনো শিশু তাদের পিতা-মাতা বা অভিভাবকের সঙ্গে উপস্থিত থাকে সে ক্ষেত্রে ওই নির্দেশিকা লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে না।

উল্লেখ্য, রাজনৈতিক দল বা প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনি প্রচারে শিশুদের ব্যবহার করার অভিযোগ ওঠে। এ সম্পর্কিত বিভিন্ন ঘটনা সামনেও আসে। এমন এক পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশনের এ নির্দেশিকা।

সর্বশেষ খবর