বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বেগুন মার্কা নিয়েই মাঠে ইমরানের প্রার্থী

বেগুন মার্কা নিয়েই মাঠে ইমরানের প্রার্থী

পাকিস্তানে আজ সাধারণ নির্বাচন। সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তানের নির্বাচনে প্রবল চাপের মুখে পড়েছে। আর বিভিন্ন জরিপে বলা হচ্ছে, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে পারেন নওয়াজ শরিফ। ইমরান খানের দলের নির্বাচনি প্রতীক ছিল ক্রিকেট ব্যাট। তবে দেশটির আদালত সেই প্রতীক বাতিল করে দিয়েছেন। কিন্তু তার সমর্থকেরা নির্বাচন করছেন। সিএসএন জানিয়েছে, ইমরানের সমর্থক আমির মুগল প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ইসলামাবাদের নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতীক পেয়েছেন বেগুন। যেহেতু ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ দল আজকের সাধারণ নির্বাচনে নিজস্ব ক্রিকেট ব্যাট মার্কায় ভোট চাইতে পারছে না। ফলে দলের প্রার্থী ও সমর্থকরা বাধ্য হয়ে নির্দলীয় প্রার্থী হিসেবে আসরে নেমেছেন। নির্বাচন কমিশনই তাদের শাকসবজির মতো বিভিন্ন চিহ্ন বরাদ্দ করে দিয়েছে। কিছু প্রার্থী সেগুলোকে ‘ধপমানজনক’ হিসেবে বর্ণনা করে ক্ষোভ প্রকাশ করেছেন। তারপরও তারা জিতবেন বলে আশাবাদী। এদিকে জাতিসংঘের মানবাধিকার সংগঠনও ইমরান খানের দলের সদস্যদের বিরুদ্ধে পাকিস্তানের কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘হয়রানি’র অভিযোগ তুলেছে।

 

সর্বশেষ খবর