বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ক্যাপিটল হিলের মামলা অস্বস্তি বাড়াচ্ছে ট্রাম্পের

ক্যাপিটল হিলের মামলা অস্বস্তি বাড়াচ্ছে ট্রাম্পের

রিপাবলিকান শিবিরে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তুঙ্গে। ধারণা করা হচ্ছে, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীও হচ্ছেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের আগে চূড়ান্ত অস্বস্তিতে পড়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে হিংসার প্ররোচনার অভিযোগ থেকে এখনো মুক্তি পাচ্ছেন না তিনি। এ অভিযোগের বিচারপর্ব অব্যাহত থাকতে পারে বলেই জানালেন আমেরিকার ‘ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া’র আদালত। এমন রায়ের ফলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আদৌ ট্রাম্প লড়তে পারবেন কি না তা নিয়ে বিরাট সংশয় দেখা দিয়েছে। তিন বিচারপতির প্যানেলের কাছে ট্রাম্পের আইনজীবীদের বক্তব্য ছিল, প্রাক্তন প্রেসিডেন্টরা ফৌজদারি অভিযোগ থেকে সুরক্ষিত, যদি না তাদের ইমপিচ করে অফিস থেকে বহিষ্কৃত করে হাউস অব রিপ্রেজেন্টেটিভ। কিন্তু আদালত গতকাল জানিয়ে দেন, এ ধরনের সুরক্ষা ট্রাম্পকে দেওয়া যাবে না।

প্রসঙ্গত, ২০২০ সালে বাইডেনের কাছে হেরে ক্ষমতা হারান ট্রাম্প। এর পরই ভোটের ফলাফলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে থাকেন ট্রাম্প ও তার সমর্থকরা। অভিযোগ, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্প-সমর্থকরা। সেই ঘটনার জের এখনো চলছে। কয়েকটি মার্কিন প্রদেশের ঘোষণা, প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন ট্রাম্প।

সর্বশেষ খবর