শিরোনাম
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
বিশ্ব গোলাপ দিবস পালিত

সৌন্দর্য ও দামি মোহনীয় জুলিয়েট রোজ

সৌন্দর্য ও দামি মোহনীয় জুলিয়েট রোজ

বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডের আর সপ্তাহ খানেক বাকি। তবে ভ্যালেন্টাইন সপ্তাহ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ভ্যালেন্টাইন সপ্তাহের প্রথম দিন গতকাল ছিল গোলাপের দিন। এ দিনটিকে বিশ্ব গোলাপ দিবস হিসেবেও পালন করা হয়। গোলাপ দিবসে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে গোলাপ উপহার দিয়ে তাদের ভালোবাসা প্রকাশ করে। যাই হোক, সাধারণ দিনের তুলনায় এই দিনে গোলাপ বিক্রি হয় অনেক বেশি দামে। কিন্তু বিশ্বের সবচেয়ে দামি গোলাপ ফুলটি কী। যেনে নেওয়া যাক সে সম্পর্কে। বিশ্বের সবচেয়ে দামি গোলাপ ফুলটি জুলিয়েট রোজ নামে পরিচিত। প্রায় ১৫ বছর ধরে চেষ্টা করার পর প্রথম জুলিয়েট ফোটে। ২০০৬ সালে প্রথম সেই জুলিয়েট গোলাপ বিক্রি হয়েছিল ৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৫৫ কোটি টাকায়।

এ গোলাপ ফুলের একটি গল্পও আছে। ফুলচাষি অর্থাৎ ফুলবিদ ডেভিড অস্টিন প্রথমে এই ফুল ফোটান। তিনি তার বাগানে এটি রোপণ করেন এবং ধৈর্য সহকারে ১৫ বছর ধরে ফুল ফোটার জন্য অপেক্ষা করেন। এটি প্রাকৃতিকভাবে উদ্ভূত গোলাপ নয়, কয়েকটি বিরল ফুলের প্রজননের মাধ্যমে তৈরি করা হয় এই গোলাপ। এটি ২০০৬ সালে প্রথমবারের মতো বিক্রি হয়েছিল। পৃথিবীতে ১৬টি ভিন্ন রঙের গোলাপ রয়েছে। অনেক প্রজাতির গোলাপের মিশ্রণে তৈরি জুলিয়েট রোজের সবচেয়ে বিশেষ বিষয় হলো- এর আকৃতি এবং আকর্ষণীয় পাপড়ি। একাধিক রঙের এবং আকৃতির গোলাপের হাইব্রিড প্রজাতি এই জুলিয়েট রোজ। দুনিয়ায় এ জুলিয়েট রোজের জুড়ি মেলাভার। এর গন্ধও অন্য গোলাপের তুলনায় অনেকটাই আলাদা। ডেভিড অস্টিনের বক্তব্য, এ গোলাপের গন্ধ অত্যন্ত হালকা এবং মোহময়ী। পারফিউমের মতোই ছড়িয়ে পড়ে এই গন্ধ। এ গোলাপের মোট ৪০টি পাপড়ি হয়। জুলিয়েট রোজের সুগন্ধের কারণে বেশিরভাগ মানুষ এই গোলাপের প্রতি আকৃষ্ট হয়। শেক্সপিয়রের উপন্যাসের নায়িকা জুলিয়েটের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। আমেরিকায় অস্টিন পরিকল্পনা করেন যে, সে এমন একটি গোলাপ তৈরি করবে যা অনেক চমৎকার গোলাপের মিশ্রণ। তাই সৃষ্টি হয় জুলিয়েটের। ডেভিড অস্টিন আর নেই, কিন্তু তার নার্সারির বিশাল এলাকায় হাজার হাজার প্রজাতির গোলাপ জন্মায় এবং সারা বিশ্বে অনলাইনে বিক্রি করে।

সর্বশেষ খবর