শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মার্কিন সাংবাদিককে সাক্ষাৎকার দিলেন পুতিন

মার্কিন সাংবাদিককে সাক্ষাৎকার দিলেন পুতিন

মার্কিন টেলিভিশন উপস্থাপককে সাক্ষাৎকার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার একটি সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, মঙ্গলবার সাবেক ফক্স নিউজ হোস্ট টাকার কার্লসনকে সাক্ষাৎকার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার পর এটিই মার্কিন কোনো সাংবাদিককে দেওয়া পুতিনের প্রথম সাক্ষাৎকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নিয়মিত সংবাদ সম্মেলনে বুধবার এ বিষয়ে পেসকভ বলেছেন, ইউক্রেন সংঘাত নিয়ে সাবেক এ ফক্স নিউজ হোস্টের দৃষ্টিভঙ্গি অনেক পশ্চিমা সংবাদমাধ্যমের ‘একতরফা’ প্রতিবেদন থেকে ভিন্ন। তাই কার্লসনকে সাক্ষাৎকার দিতে রাজি হয়েছিলেন পুতিন। পেসকভ বলেন, ‘সমগ্র পশ্চিমা দেশের কথা এলে তখন বড় বড় নেটওয়ার্ক মিডিয়া, টিভি চ্যানেল এবং সংবাদপত্রগুলো কাভারেজের ক্ষেত্রে অন্ততপক্ষে নিরপেক্ষ হওয়ার জন্য গর্ব করতে পারে না।’ এদিকে পুতিনের সাক্ষাৎকার নেওয়ায় সাংবাদিক কার্লসনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।

তিনি কার্লসনকে সরাসরি আহাম্মক বলে আখ্যায়িত করেছেন। এমএসএনবিসির অ্যালেক্স ওয়াগনারকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি বলেন, কার্লসন যা বলেন তা মিথ্যা। ইউক্রেন নিয়ে ভ্লাদিমির পুতিনের মিথ্যাচারকেই তোতাপাখির মতো বলেন তিনি।

সর্বশেষ খবর