শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কাতাইব হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

ইরাকে ড্রোন হামলা চালিয়ে কাতাইব হিজবুল্লাহর এক শীর্ষ পর্যায়ের কমান্ডারসহ তিন সদস্যকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে ওই হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর হামলা এবং হত্যার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে। কাতাইব হিজবুল্লাহর এই কমান্ডার মার্কিন সেনাদের ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

কাতাইব হিজবুল্লাহ ইরাকের একটি সশস্ত্র যোদ্ধাগোষ্ঠী। ইরাকের সামরিক বাহিনীর সঙ্গে এক হয়ে কাজ করে সংগঠনটি। তবে ইরাকের থেকে তাদের ইরানের প্রতি বেশি অনুগত বলে ধারণা করা হয়। ইরানের আইআরজিসি বাহিনীর থেকে অর্থ, প্রশিক্ষণ ও অস্ত্র পায় কাতাইব হিজবুল্লাহ। এ সংগঠনের সবাই শিয়া। জানা গেছে, কাতাইব হিজবুল্লাহর নিহত এই কমান্ডারের নাম আবু বাকর আল সাদি। দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি গাড়ি লক্ষ্য করে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পপুলার মোবিলাইজেশন ইউনিটের সদস্য সংগঠন এই কাতাইব হিজবুল্লাহ। এদিকে এ মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস।

সর্বশেষ খবর