শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভারতরত্ন পাচ্ছেন দুই সাবেক প্রধানমন্ত্রী ও কৃষিবিজ্ঞানী

কলকাতা প্রতিনিধি

ভারতরত্ন পাচ্ছেন দুই সাবেক প্রধানমন্ত্রী ও কৃষিবিজ্ঞানী

ভারত সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ সম্মাননা দেওয়া হচ্ছে দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত চৌধুরী চরণ সিং ও পি ভি নরসিমা রাও এবং ভারতে সবুজ বিপ্লবের ক্ষেত্রে অন্যতম অবদান রাখা প্রসিদ্ধ কৃষিবিজ্ঞানী প্রয়াত এম এস স্বামীনাথনকেও। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দেন।

কয়েক দিন আগে ভারতরত্ন সম্মাননা প্রদান করা হয়েছিল সমাজসেবী ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর (মরণোত্তর)

এবং সিনিয়র বিজেপি নেতা ও দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানিকে। উল্লেখ্য, চৌধুরী চরণ সিং ছিলেন ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী। আর পামুলাপার্থী ভেঙ্কটা নরসিমা রাও ছিলেন ভারতের নবম প্রধানমন্ত্রী। অন্যদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় কৃষি বিজ্ঞানী, উদ্ভিদ জিনতত্ত্ববিদ, প্রশাসক এবং মানবতাবাদী ব্যক্তিত্ব মানকম্বু সাম্বাসিবন স্বামীনাথনের মৃত্যু ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর।

সর্বশেষ খবর