রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পশ্চিম তীরের হাসপাতালে হত্যাকাণ্ড ‘যুদ্ধাপরাধ হতে পারে’

ইসরায়েলি কমান্ডোরা চিকিৎসা কর্মী ও মুসলিম নারীর ছদ্মবেশ ধরে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হাসপাতালে তিন ফিলিস্তিনিকে হত্যা করে যে কাণ্ড ঘটিয়েছে তা যুদ্ধাপরাধ হতে পারে- বলেছেন জাতিসংঘের একদল বিশেষজ্ঞ। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, ২৯ জানুয়ারি ইসরায়েলের সেনাবাহিনী, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত ও ইসরায়েলি সীমান্ত পুলিশ পশ্চিম তীরের জেনিনে ইবনে সিনা হাসপাতালে এক যৌথ ছদ্মবেশী অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনি ‘জঙ্গিকে’ হত্যা করেছে। পশ্চিম তীরের অস্থিরতা-কবলিত ফিলিস্তিনি শহরগুলোর মধ্যে জেনিন অন্যতম। শহরটির ইবনে সিনা হাসপাতালে ইসরায়েলের ওই গোপন অভিযানে নিহতদের মধ্যে বাসেল আল-গাজ্জাভী নামের এক ফিলিস্তিনি ছিলেন, তিনি এর আগে ইসরায়েলের চালানো বিমান হামলায় আহত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন প্রতিরোধ ক্ষমতাহীন আহত এক রোগীকে হত্যা করা যুদ্ধাপরাধ।

সর্বশেষ খবর