সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ন্যাটো দেশে হামলা চালাতে রাশিয়াকে ‘উৎসাহ’ দেবেন ট্রাম্প

ন্যাটো দেশে হামলা চালাতে রাশিয়াকে ‘উৎসাহ’ দেবেন ট্রাম্প

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কোনো সদস্য দেশ ন্যাটোর বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হলে তার ওপর হামলা চালাতে রাশিয়াকে ‘উৎসাহিত’ করবেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার সাউথ ক্যারোলাইনায় এক সমাবেশে এমন বক্তব্য দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ন্যাটো নেতাদের সঙ্গে এক বৈঠকের বর্ণনা দিয়ে ট্রাম্প জনসভায় বলেন, ন্যাটোর একটি ‘বড় দেশের’ নেতা তাঁর কাছে জানতে চেয়েছিলেন ‘রাশিয়া যদি তাঁর দেশের ওপর হামলা চালায় তাহলে সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে কি না?’ জবাবে ওই নেতাকে তিনি বলেছিলেন, ‘আপনি অর্থ দেননি? আপনি অপরাধী? না, আমি আপনাকে রক্ষা করব না। বরং রাশিয়া যা করতে চায় তা করতে আমি তাদের উদ্বুদ্ধ করব। আপনাকে অর্থ পরিশোধ করতে হবে।’ ন্যাটোর নীতিমালার প্রধান একটি হলো, জোটের সদস্য দেশগুলোর কোনো একটির ওপর হামলা হলে সবাই একযোগে তা প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের ওই মন্তব্যকে ‘বিস্ময়কর ও কান্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের মন্তব্যের ব্যাপারে জিজ্ঞেস করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস বলেন, ‘খুনি একটি শাসক গোষ্ঠীকে আমাদের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর ওপর আগ্রাসনকে উৎসাহ দেওয়া বিস্ময়কর এবং কান্ডজ্ঞানহীন।

সর্বশেষ খবর