সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ডেঙ্গু ঠেকাতে সেনা নামাল ব্রাজিল, চলছে গণটিকা

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে ডেঙ্গু ভয়ংকর আকার ধারণ করেছে। চলতি বছরের প্রথম পাঁচ সপ্তাহে মশাবাহিত রোগে আক্রান্ত ৩ লাখ ৬৪ হাজার ৮৫৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। যা ২০২৩ সালের একই সময়ের চেয়ে চারগুণ বেশি। এ অবস্থায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে শুক্রবার থেকে গণটিকাদান কার্যক্রম শুরু করেছে ব্রাজিল। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে। চলতি বছর ৬৫ লাখ ২০ জাহার ডোজ টিকা দেওয়া হবে। ইতোমধ্যে ৫২১টি পৌরসভাকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে দেশটির কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বাস্থ্য নেটওয়ার্কে ডেঙ্গু প্রতিরোধীকরণ অন্তর্ভুক্তকারী বিশ্বের প্রথম দেশ ব্রাজিল। এ বছর যে ৬৫ লাখের বেশি ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার মধ্যে একটি জাপানি ওষুধ প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা হয়েছে ৫২ লাখ ডোজ টিকা। এ ছাড়া বিনামূল্যে মিলেছে আরও ১৩ লাখ ২০ হাজার ডোজ টিকা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এথেল ম্যাসিয়েল বলেছেন, মার্চের শেষ পর্যন্ত ১০ থেকে ১১ বছর বয়সী শিশুরা ভ্যাকসিনের প্রথম ডোজ পাবে। ব্রাসিলিয়ার স্থানীয় সরকার জানিয়েছে, গণটিকাদান কার্যক্রম শুরু হচ্ছে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার মাধ্যমে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদেরোস আধানম গেব্রেইয়েসুস কয়েকদিন আগে ব্রাসিলিয়া সফর করেন। এ সময় তিনি বলেন, এল নিনোর কারণে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় ব্রাজিলে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

সর্বশেষ খবর