মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কাতারে মৃত্যুদণ্ড পাওয়া আট ভারতীয়কে ফেরালেন মোদি

কাতারে মৃত্যুদণ্ড পাওয়া আট ভারতীয়কে ফেরালেন মোদি

কাতারের কারাগার থেকে ভারতীয় নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তাকে মুক্তি দিয়েছেন দেশটির একটি আদালত। এর আগে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, মুক্তি পাওয়া আট কর্মকর্তার মধ্যে সাতজন এরই মধ্যে দেশে ফিরেছেন। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে কাতার কর্তৃপক্ষ জানিয়েছিল, ভারতীয় এই কর্মকর্তাদের মৃত্যুদণ্ডকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডে রূপান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে কাতারের অভিযোগ ছিল, তারা ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করেছিলেন। ফলে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন কাতারের আদালত। কিন্তু শেষ পর্যন্ত মোদির কাতারের বৈঠকই খুলে দেয় তাদের মুক্তির পথ। গত বছরের ১ ডিসেম্বর কাতারের আমির তামিম বিন হামাদের সঙ্গে দুবাইয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই বৈঠকেই প্রশস্ত হয়েছিল আট সাবেক ভারতীয় নৌসেনা কর্তার মুক্তির পথ! অবশেষে কাতার মুক্তি দিল তাদের। ভারতীয় গণমাধ্যমের দাবি, প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপ ছাড়া এটা সম্ভব ছিল না। ভারতীয় নাগরিকের মুক্তির বিষয়কে স্বাগত জানিয়েছে ভারত।

সর্বশেষ খবর