বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পশ্চিমাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

পশ্চিমাদের সঙ্গে আগামী দশকের মধ্যে সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। যা প্রতিহত করা হতে পারে পাল্টা একটি সশস্ত্র বাহিনী গঠনের মাধ্যমে। এস্তোনিয়ার বৈদেশিক গোয়েন্দা সেবা বিভাগ গতকাল এ দাবি করেছে। রয়টার্স জানায়, কয়েকজন পশ্চিমা কর্মকর্তা রাশিয়ার কাছ থেকে ন্যাটোর পূর্ব দিকের দেশগুলোর জন্য সামরিক হুমকির বিষয়ে সতর্ক করেছেন। তারা ইউরোপকে পুনরায় অস্ত্র তৈরি করে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। এস্তোনিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান কাউপো রোসিন বলেন, ‘ন্যাটো সদস্য ফিনল্যান্ড, এস্তোনিয়া, লিথুয়ানিয়া এবং লাটভিয়ার বাল্টিক রাজ্যগুলোর সঙ্গে রাশিয়ার সীমান্তে নিরাপত্তা জোরদার ও দ্বিগুণ পরিমাণ সৈন্য মোতায়েন করেছে রাশিয়া’। এর মাধ্যমে রাশিয়ান পরিকল্পনার ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে বলে জানান তিনি। এস্তোনিয়ার জাতীয় নিরাপত্তা হুমকি প্রতিবেদনে প্রকাশ করে কাউপো রসিন সাংবাদিকদের বলেছেন, ‘রাশিয়া দীর্ঘমেয়াদি সংঘাতে পথ বেছে নিয়েছে। ক্রেমলিন সম্ভবত আগামী এক দশক বা এ সময়ের মধ্যে ন্যাটোর সঙ্গে সংঘাতে জড়ানোর আশঙ্কা করছে।’ তবে তিনি বলেন, সহসাই রাশিয়ার সামরিক হামলার আশঙ্কা নেই। কারণ রাশিয়াকে ইউক্রেনে সেনা রাখতে হবে। তাছাড়া, ইউরোপীয় সেনাবাহিনীর সঙ্গে পাল্লা দেওয়ার মতো বাহিনী রাশিয়া গড়ে তোলার আগ পর্যন্ত তাদের সামরিক হামলার সম্ভাবনা নেই।

তার পরও প্রস্তুত থাকতে হবে জানিয়ে রসিন বলেন, ‘আমরা যদি প্রস্তুত না হই, তাহলে কোনো প্রস্তুতি ছাড়াই রাশিয়ার সামরিক হামলা চালানোর আশঙ্কা অনেক বেশি থাকবে।’ রাশিয়া ২০১৪ সালে ক্রাইমিয়া উপদ্বীপ দখল করে নেওয়ার পরই এস্তোনিয়া এবং অন্যান্য বাল্টিক রাষ্ট্রগুলো তাদের সামরিক ব্যয় ২ শতাংশের বেশি বাড়িয়েছিল। আর ন্যাটো মিত্রদেশগুলোও এসব দেশে নিজেদের উপস্থিতি বাড়িয়েছিল।

 

সর্বশেষ খবর