শিরোনাম
বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
মিয়ানমার

শহর পুনরুদ্ধারের দাবি জান্তার

মিয়ানমারের সাগাইং অঞ্চলের কাওলিন শহরটি পুনরুদ্ধার করেছে জান্তা সরকারের সেনাবাহিনী। গতকাল সংবাদমাধ্যম ইরাবতী জানায়, শাসকবিরোধী একটি গোষ্ঠী গতকাল ভোরে অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, জাতীয় ঐক্যের সরকার নামে পরিচিত মিয়ানমারের বিকল্প সরকারের সেনাবাহিনীর সঙ্গে প্রায় ১০ দিন ধরে ব্যাপক লড়াই চলে জান্তা সেনাবাহিনীর। সোমবার পুরো শহর পুনরুদ্ধার করে জান্তা বাহিনী। তবে পুরো শহরে ব্যাপক নৃশংসতা চালিয়েছে তারা।

৩ ফেব্রুয়ারি শহরের তিন দিক ঘেরাও করে জান্তা বাহিনী। তার পরই শহরটি পুনরুদ্ধারে অভিযান চালায় তারা। বৃহস্পতিবার থেকে জান্তা বাহিনী ও পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)-এর মধ্যে লড়াই চলে। গত বছরের ৬ নভেম্বর কাওলিনের দখল নেয় পিডিএফ ও কেআইএ। গত মাসে সাগাইং অঞ্চলের আরেকটি শহর পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয় জান্তা বাহিনী।

 

সর্বশেষ খবর